প্রতিনিধি ৬ মে ২০২৪ , ১০:৪৭:১৬ প্রিন্ট সংস্করণ
টি-টোয়েন্টি নারী বিশ্বকাপে বাংলাদেশের অভিষেক ২০১৪ সালে ঘরের মাঠে। সালমার নেতৃত্বাধীন বাংলাদেশ নারী দল আয়ারল্যান্ডকে ১৭ রানে এবং শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে বৈশ্বিক আসরে দারুণ কিছুর আভাস দিয়েছিল। তবে অভিষেক আসরে ওই ২ টি জয় ছাড়া পরবর্তী আসরগুলোতে শুধুই হতাশার গল্প।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পাঁচ আসরে ২১ ম্যাচে ২ জয়ের বিপরীতে ১৯ হার বাংলাদেশের। ১০ বছর পর ঘরের মাঠে ফিরেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিপক্ষ ৪টি দলের মধ্যে কোয়ালিফাইয়ার-টু এখনও নির্ধারিত হয়নি। অন্য তিনটি প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ দল গ্রুপ রাউন্ডের সবগুলো ম্যাচ খেলবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। সে কারণেই বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সুস্থ থাকাটাকে গুরুত্ব দিচ্ছেন।
নিজের দেশে বিশ্বকাপ খেলা যেকোনো ক্রিকেটারের স্বপ্ন হলেও রোমাঞ্চের পাশাপাশি চাপও কাজ করবে জ্যোতি বলেন, ‘রোমাঞ্চের চেয়ে আমি বলব যে, একটা টেনশনও কাজ করছে। কারণ ঘরের মাঠের দর্শক থাকবে। সবাই চাইবে, আমরা যেন ভালো করি। আর আমরা এখন একটু কঠিন সময় পার করছি। তাই অনেক সংশয়-সন্দেহ আসতে পারে। তবু বলব যে, এই দলটা অনেক প্রস্তুতি নিচ্ছে।’
অধিনায়ক নিগার সুলতানার আশা, ঘরের মাঠের বিশ্বকাপে সমর্থকদের সমর্থন তাঁদের অনুপ্রেরণার উৎস হবে।