খেলা

সন্ধ্যায় জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

  প্রতিনিধি ৩ মে ২০২৪ , ৮:২১:০৫ প্রিন্ট সংস্করণ

সন্ধ্যায় জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শুক্রবার (৩ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। তাইতো বাংলাদেশের জন্য সিরিজটা গুরুত্বপূর্ণ। ম্যাচের আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না তিনি। অন্যদিকে জিম্বাবুয়ের চোখ জয়ে দিকেই। তবে প্রতিপক্ষ বিশ্বকাপ বাছাইপর্বে উগান্ডার কাছে হেরে বাদ পড়ে জিম্বাবুয়ে।

দুই দলের মধ্যে শক্তির খুব একটা পার্থক্য দেখছেন না নাজমুল হোসেন শান্ত। তবে নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক। গতকাল চট্টগ্রামে সংবাদ সম্মেলনে শান্ত বলেন,টি-টোয়েন্টিতে বড় দল, ছোট দল নেই। আপনি যেটা বললেন, উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরে গেছে। আবার জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে কিছু দিন আগে হারিয়েছে। সেভাবে চিন্তা করলে খুব বেশি পার্থক্য আমার কাছে লাগে না।,

বাংলাদেশ দলের থেকে জিম্বাবুয়ে কিছুটা পিছিয়ে থাকলেও অধিনায়ক শান্ত বলছেন সিরিজটা সহজ হবে না, ‘ম্যাচটা কীভাবে খেলছি, নিজেদের কীভাবে প্রস্তুত করছি, আত্মবিশ্বাস তৈরি করছি এটা গুরুত্বপূর্ণ। এতটুকু বলতে পারি, সিরিজটা সহজ হবে না, অনেক প্রতিদ্বন্দ্বিতা হবে। কারণ তারাও ভালো দল।’

আরও খবর

                   

সম্পর্কিত