খেলা

চেলসিতে যোগ দিলেন পর্তুগিজ তারকা পেদ্রো

  স্পোর্টস ডেস্ক ১২ আগস্ট ২০২৪ , ১১:৪৫:৫৯ প্রিন্ট সংস্করণ

চেলসিতে যোগ দিলেন পর্তুগিজ তারকা পেদ্রো
পেদ্রো নেতো। ছবি: সংগৃহীত

ইংলিশ ক্লাব চেলসি চলতি দলবদলে আরও এক ফুটবলার কিনল। এবার ব্লুজরা উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে দলে ভিড়িয়েছে পর্তুগিজ উইঙ্গার পেদ্রো নেতোকে।

চেলসি পর্তুগিজ এই উইঙ্গারকে ৭ বছরের জন্য চুক্তি করিয়েছে। এক বিবৃতি দিয়ে নেতোকে দলে নেয়ার কথা জানায় ক্লাব। তবে নেতোকে কত মূল্যে দলে ভিড়িয়েছে চেলসি তা না জানালেও, কিছু ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, নেতোকে দলে নিতে ৫ কোটি ৪০ লাখ পাউন্ড খরচ করেছে লন্ডনের ক্লাবটি।

এর আগে ২০১৯ সালে পর্তুগিজ ক্লাব ব্রাগা থেকে উলভারহ্যাম্পটনে যোগ দেন নেতো। দলটির হয়ে ১৩৫ ম্যাচে ১৪ গোলের পাশাপাশি ২৪টি অ্যাসিস্ট করেছেন। এক মৌসুম ধারে খেলেছেন ইতালিয়ান ক্লাব লাৎসিওতেও। জাতীয় দলের হয়েও ১০ ম্যাচ খেলেছেন নেতো।

এদিকে এনিয়ে চলমান দলবদলে ৯ জন খেলোয়াড়কে কিনল চেলসি। নেতো ছাড়াও তোসিন আদরবিয়োও, মার্ক গুইউ, কিয়ারনান ডেউসবারি-হল, ফিলিপ জর্গেনসেনদের দলে নিয়েছে ব্লুজরা।

আগামী ১৮ অগাস্ট ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করবে চেলসি।

আরও খবর

                   

সম্পর্কিত