খেলা

পর্দা নেমেছে প্যারিস অলিম্পিকের

  স্পোর্টস ডেস্ক ১২ আগস্ট ২০২৪ , ১০:২৯:১৭ প্রিন্ট সংস্করণ

পর্দা নেমেছে প্যারিস অলিম্পিকের
ছবী:সংগৃহীত

প্যারিসে অনুষ্ঠিত ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিক গেমস ২০২৪ এর পর্দা নেমেছে। ২৬ জুলাই থেকে শুরু হতে যাওয়া ক্রীড়াঙ্গনের এই মহাযজ্ঞের পর্দা নেমেছে কাল। ১৫ দিনের এই মিলনমেলা ভাঙল ১১ আগস্ট। আগামী অলিম্পিকের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ক্রীড়াবিদদের লস অ্যাঞ্জেলেসে দেখা হবে ১৪ জুলাই ২০২৮। যুক্তরাষ্ট্র ও চীনের ক্রীড়াবিদদের আধিপত্যের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের আসর।

ভালোবাসার শহর বলা হয় প্যারিসকে। এবার সেই প্যারিসে বসেছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক গেমসের এবারের আসর। প্যারিসের সিন নদীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠে এবারের আসরের। এই প্রথম স্টেডিয়ামের বাইরে হয় অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। ইতিহাস গড়া উদ্বোধনীতে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠে ৩৩তম প্যারিস অলিম্পিক গেমসের।

প্যারিস অলিম্পিকে মোট খেলা ৩২টি আর ইভেন্ট রয়েছে ৩২৯টি। পদক জয়ের লড়াইয়ে অংশ নিয়েছেন ২০৬ দেশের ১০ হাজার ৭১৪ জন অ্যাথলেট। গত ২৭ জুলাই প্রথম পদকের লড়াই অনুষ্ঠিত হয় শুটিংয়ের মিক্সড টিম এয়ার রাইফেলে। ১১ আগস্ট মেয়েদের বাস্কেটবল ফাইনাল এবারের অলিম্পিকের শেষ ইভেন্ট।

এবারের অলিম্পিকে পদকের ডিজাইনে প্যারিস নিজেদের ঐতিহ্য, সংস্কৃতিকে জানান দিয়েছে। সঙ্গে ব্যবহার করা হয়েছে প্রকৃতির ছোঁয়া। পুনরায় ব্যবহার করা যায় এমন পণ্য ব্যবহার করা হয়েছে। যা প্রকৃতির ভারসাম্য রক্ষা করবে বলে বিশ্বাস করেন সংশ্লিষ্টরা।

পদকের ডিজাইনে রাখা হয়েছে প্যারিসের আইকন আইফেল টাওয়ারের টুকরো। এবারের পদকগুলো ডিজাইন করেছে বিখ্যাত লুইস ভিটন কোম্পানি। একটি ষড়ভূজ প্রতিটা অলিম্পিক পদকে গ্রথিত আছে, সেটি আসলে প্যারিসের আইকনিক আইফেল টাওয়ারের অংশ পদকে ব্যবহার করা হয়েছে আইফেল টাওয়ারের সংস্কার এবং পুনর্ব্যবহৃত প্লাস্টিক। যা স্টেডিয়ামের আসন থেকে সংগ্রহ করা হয়েছে। যা প্যারিস অলিম্পিককে সবুজতম অলিম্পিক বা গ্রিন অলিম্পিক করে ফেলছে এর কারণ, মানবসৃষ্ট কার্বন নির্গমনের সঙ্গে যুক্ত তীব্র তাপ, যা প্রতিযোগীদের জন্য ঝুঁকিপূর্ণ।

এবারের অলিম্পিকে নিজের দেশের পতাকা নিয়ে যোগ দিতে পারেননি রাশিয়া এবং বেলারুশের অ্যাথলেটরা। আগেই এই নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তবে ওই দুই দেশের খেলোয়াড়রা সাদা পতাকা নিয়ে ব্যক্তিগতভাবে অলিম্পিকে অংশ নিয়েছেন। ২০২২ সালে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। এরপরই একাধিক আন্তর্জাতিক ক্রীড়ার অনুষ্ঠান থেকে রাশিয়াকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বেলারুশ রাশিয়াকে সাহায্য করায় তাদেরও একই শাস্তি দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছিল, এই দুই দেশ কোনোভাবেই অলিম্পিকে যোগ দিতে পারবে না। পরে জানানো হয়, ব্যক্তিগতভাবে এই দুই দেশের খেলোয়াড়রা অলিম্পিকে অংশ নিতে পারবেন। কিন্তু তাদের সঙ্গে কোনো কর্মকর্তা আসতে পারবেন না। পতাকা বা দেশের জাতীয় সংগীত ব্যবহার করা যাবে না। এই নিষেধাজ্ঞা মেনে নিয়েই দুই দেশের বহু প্রতিযোগী অলিম্পিকে অংশ নিচ্ছেন।

এবারের অলিম্পিকে দক্ষিণ এশিয়া থেকে একমাত্র স্বর্ণ জিতেছেন জ্যাভিলিন থ্রোতে পাকিস্তানের নাদিম আশরাদ। ভারত স্বর্ণ না পেলেও একটি রৌপ্য আর ৫টি ব্রোঞ্জ জিতেছে। প্যারিস অলিম্পিকে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন পাঁচজন। এবারের প্রতিযোগীদের মধ্যে চারজনই অলিম্পিক খেলতে গিয়েছেন

ওয়াইল্ড কার্ড নিয়ে। একমাত্র আর্চার সাগর ইসলামই যাচ্ছেন বাছাই পর্ব পার হয়ে সরাসরি যোগ্যতা অর্জন করে। সাগর ছাড়া বাকি চার বাংলাদেশি এবারের অলিম্পিকে ওয়াইল্ড কার্ড নিয়ে অংশ নিয়েছেন। তারা হলেন শুটার রবিউল ইসলাম, দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি ও সোনিয়া খাতুন, স্প্রিন্টার ইমরানুর রহমান। কিন্তু বাংলাদেশের কেউই কিছুই করতে পারেনি।

২০০ মিটার থেকে ১৫০০ মিটার দৌড়, এমনকি হার্ডলসেও ছিল নতুন নিয়ম, এর নাম ‘লাকি লুজার’। হিটে একবার হারের পরেও ভালো পারফরম্যান্স থাকলে আবার জুটতে পারে সুযোগ! সেমিফাইনালে উঠতে না পারাদের নিয়ে একটি হিটের ব্যবস্থা ছিল। অনেকটা কুস্তিতে থাকা রপেসঁর মতো, সেখানে জিতলে ‘লাকি লুজাররা’ সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছেন।

১৫ দিনের এই মহাযজ্ঞ শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব দিয়ে। ৪০টি স্বর্ণ ৪৪টি রৌপ্য আর ৪২টি ব্রোঞ্জ নিয়ে মোট ১২৬টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র। তার পরপরই অবস্থান চীনের। দেশটি যুক্তরাষ্ট্রের সমান ৪০টি স্বর্ণ জিতলেও মোট পদক কম জেতায় দ্বিতীয় হয়ে প্রতিযোগিতা শেষ করেছে। জাপান, অস্ট্রেলিয়া ও স্বাগতিক ফ্রান্স রয়েছেন এরপরের অবস্থানে। গুডবাই প্যারিস, ওয়েলকাম লস অ্যাঞ্জেলেস।

আরও খবর

                   

সম্পর্কিত