খেলা

পদকে শীর্ষে চীন, দুইয়ে যুক্তরাষ্ট্রর

  স্পোর্টস ডেস্ক ৪ আগস্ট ২০২৪ , ১০:১৯:৪১ প্রিন্ট সংস্করণ

পদকে শীর্ষে চীন, দুইয়ে যুক্তরাষ্ট্রর
ছবি: সংগৃহীত

প্যারিস অলিম্পিকে অষ্টম দিন শেষে সোনায় শীর্ষে রয়েছে চীন। গত তিন দিন ধরেই টেবিলের সেরা স্থান ধরে রেখেছে এশিয়ার দেশটি। এশিয়ার দেশটি ১৬টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জপদক জিতেছে। সবমিলিয়ে তাদের পদক সংখ্যা ৩৭টি।

মোট পদক সংখ্যায় এখনও সবার উপরে যুক্তরাষ্ট্র। তবে স্বর্ণপদকে পিছিয়ে তারা, রয়েছে দ্বিতীয় স্থানে। দেশটি ১৪টি স্বর্ণের পাশাপাশি ২৪টি রৌপ্য ও ২৬টি ব্রোঞ্জসহ পেয়েছে ৬১ পদক।

১২টি স্বর্ণ, ১৪টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জসহ ৪১ পদক নিয়ে তৃতীয় স্থানে আছে স্বাগতিক ফ্রান্স। ১২টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জসহ ২৭ পদক নিয়ে চতুর্থ স্থানে অস্ট্রেলিয়া।

গ্রেট ব্রিটেন ১০টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জসহ ৩৩টি পদক নিয়ে পঞ্চম স্থানে। বাকিদের কেউই আর সোনায় ১০ পদক এর বেশি অর্জন করতে পারেনি। এবারের আসরে সর্বনিম্ন যে কোনো একটি পদক পেয়েছে এমন দেশের সংখ্যা এখন পর্যন্ত ৫৭টি।

আরও খবর

                   

সম্পর্কিত