খেলা

সাকিবকে নিয়ে সুখবর,পাওয়া যাচ্ছে না এবাদতকে

  স্পোর্টস ডেস্ক ৩১ জুলাই ২০২৪ , ৬:১৩:০২ প্রিন্ট সংস্করণ

২ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে আগামী ১৭ আগস্ট পাকিস্তান যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। সিরিজের সূচি অনুযায়ী, প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে ২১ আগস্ট, করাচিতে দ্বিতীয় টেস্টটি শুরু হবে ৩০ আগস্ট। আসন্ন এই সিরিজেও পাওয়া যাবে না দীর্ঘদিন ধরে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা পেসার এবাদত হোসেনকে। তবে অনিশ্চয়তা থাকলেও খেলবেন সাকিব আল হাসান।

সিরিজে ফিরতে পারেন জাতীয় দলের আরেক তারকা পেসার তাসকিন আহমেদ। আজ বুধবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসব বিষয়ে কথা বলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

ইউনুস বলেন, ‘এবাদত এখনো সেরে উঠছে। তার সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় আমাদের। ৭০ শতাংশের মতো সুস্থ সে। আশা করছি, আগামী দুই মাসের মধ্যে আরও কিছু উন্নতি হবে।’

আরও খবর

                   

সম্পর্কিত