খেলা

ব্যাটারদের র‍্যাংকিংয়ে সেরা ১৫ তে জ্যোতি  

  স্পোর্টস ডেস্ক ৩০ জুলাই ২০২৪ , ৬:৪২:২৯ প্রিন্ট সংস্করণ

নিগার সুলতানা জ্যোতি

নারী এশিয়া কাপের সেমিফাইনাল খেললেও, ব্যাটিং নিয়ে হতাশার বৃত্ত ভাঙতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। বিশেষ করে বড় দলের সামনে তাদের পুরো ব্যাটিং লাইনআপই মুখ থুবড়ে পড়েছে।

সেমিফাইনালেও একই কারণে করুণ পরিণতি হয় টাইগ্রেসদের, মাত্র ৮০ রানে গুটিয়ে গিয়ে ভারতের কাছে ১০ উইকেটে। এমন হতাশার মাঝে কিছুটা ব্যতিক্রম বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। যে কারণে তিনি আইসিসি র‌্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন।

সদ্য শেষ হওয়া নারী এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় বাংলাদেশ। গেল সপ্তাহে ভারতের বিপক্ষে সেমিফাইনালে ৩২ ও গ্রুপ পর্বে মালয়েশিয়ার বিপক্ষে ৩৭ বলে অপরাজিত ৬২ রান করেছিলেন নিগার। টুর্নামেন্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন তিনি। ৪ ম্যাচের ৩ ইনিংসে ১টি ফিফটিতে ১৪২ গড়ে ১৪২ রান করেন নিগার। তিন ধাপ এগিয়ে ৬১২ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার ১৪তম স্থানে উঠেছেন নিগার।

আরও খবর

                   

সম্পর্কিত