খেলা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে আইসিসির কোন উদ্বেগ নেই : পাপন

  বাসস ৩০ জুলাই ২০২৪ , ১০:২২:৩৬ প্রিন্ট সংস্করণ

এ বছরের অক্টোবরে বাংলাদেশের মাটিতে বসতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোন উদ্বেগ নেই বলে নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। 
সম্প্রতি শ্রীলংকার কলম্বোতে আইসিসির সভায় যোগ দিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি) সভাপতি পাপন। আইসিসি সভায় তিনি যোগদানের সময়  বাংলাদেশে ইন্টারনেট  বন্ধ ছিল। 
রাজনৈতিক অস্থিরতার কারনে বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির উদ্বেগ আছে  বলে  আন্তর্জাতিক কিছু সংবাদ মাধ্যমে  প্রচার করা হয়েছে। 
কিন্তু আইসিসির সভায় এই বিষয় নিয়ে কোন আলোচনাই হয়নি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। রোববার ক্রীড়া মন্ত্রণালয়ে সাংবাদিকদের পাপন বলেন, ‘আইসিসি বুঝতে পেরেছে, বাংলাদেশে সবকিছু ঠিকঠাক আছে।’
আগামী ৩ থেকে ২০ অক্টোবর ঢাকা ও সিলেটে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। 
পাপন আরও জানান, সভায় তাকে দেখে আইসিসির উদ্বেগ কেটে গেছে। তিনি বলেন, ‘আমি যখন সেখানে (শ্রীলংকা) গিয়েছিলাম তখন দেশের অস্থিরতা চলছিল। বাংলাদেশের বাইরে যোগাযোগের অবস্থা ছিল না। এমন খবর দেখে চিন্তিত হয়ে পড়েন তারা। আমাকে দেখার পর তারা বুঝতে পারেন যে, সব ঠিক আছে। এরপর আইসিসির সভায় এ নিয়ে কোন কথাই  হয়নি।’ 
আগামী অক্টোবরে আইসিসির পরবর্তী সভা ঢাকায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিসিবি  প্রধান। ঐ সভাতেই আইসিসির নতুন কমিটি নির্বাচিত হতে পারে বলেও জানান তিনি।
পাপন বলেন, ‘আইসিসির পরবর্তী বোর্ড সভা ঢাকায় অনুষ্ঠিত হবে। এখানে নির্বাচনও হওয়ার কথা।’
আইসিসি নির্বাচনের ব্যাপারে পাপন বলেন, ‘নির্বাচন হবার সম্ভাবনা অনেক বেশি। অক্টোবরে বর্তমান চেয়ারম্যানের  শেষ বোর্ড সভা। আমাদের নির্বাচনী ইশতেহার দেওয়ার কথা। এটা এর মধ্যেই হয়ে যাওয়ার কথা।’
তিনি আরও বলেন, ‘বর্তমান আইসিসি কমিটির যেহেতু শেষ মেয়াদ, সেখানে কিছু জটিল সিদ্ধান্ত আছে। যার উপর অনেক কিছু নির্ভর করবে। এখন যা পাস হচ্ছে, সেটি আট বছর চলবে। কে কত টাকা পাবে এবং আমরা কত ম্যাচ পাবো, এগুলো বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি এখন শুধু আইসিসি এবং এসিসিতেই বেশি সময় দিচ্ছি। যাতে ভবিষ্যতে যে-ই (বিসিবি সভাপতি হিসেবে) আসুক, তাকে যেন আইসিসি এবং এসিসি নিয়ে কোন সমস্যায় পড়তে না হয়।’ 

আরও খবর

                   

সম্পর্কিত