স্পোর্টস ডেস্ক ২৯ জুলাই ২০২৪ , ১১:১১:০০ প্রিন্ট সংস্করণ
ফুটবলের নতুন মৌসুম শুরু হয়নি। তার আগেই ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। মৌসুম শুরুর আগেই মাঠে গড়াচ্ছে এল ক্লাসিকোর লড়াই। নতুন মৌসুম শুরুর প্রস্তুতি হিসেবে তিনটি প্রীতি ম্যাচ খেলবে বার্সেলোনা। যার মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষেও রয়েছে এক ম্যাচ।রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই চিরপ্রতিপক্ষের এই ম্যাচ ঘিরে থাকে বাড়তি উন্মাদনা। এই দুই দলের মাঠে লড়াই উপভোগ করার অপেক্ষায় থাকে লাখো কোটি ফুটবলপ্রেমী।
রিয়াল মাদ্রিদ ছাড়াও ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও ইতালীয় ক্লাব এসি মিলানের সঙ্গে দুটি ম্যাচ খেলবে বার্সেলোনা। ১০ ফুটবলারকে ছাড়াই এই তিন ম্যাচ খেলতে ইতোমধ্যে অরলান্ডোতে গেছে নতুন কোচ হানসি ফ্লিকের বার্সেলোনা।
বাংলাদেশ সময় আগামী ৩ আগস্ট ভোরে নিউজার্সিতে মুখোমুখি হবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। তার আগে ৩০ জুলাই মঙ্গলবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বার্সেলোনা। এরপর রিয়ালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলার পর ৭ আগস্ট ভোরে বাল্টিমোরে এসি মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সা।
শুধু বার্সেলোনা নয়, মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদও। আগামী ২ আগস্ট বুধবার ইতালির ক্লাব এসি মিলানের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। এরপর ৫ আগস্ট শনিবার খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে। ৬ আগস্ট তাদের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব চেলসি।