প্রচ্ছদ

অতিরিক্ত সময়ে দুই গোল হজম করে হারল ব্রাজিল

  স্পোর্টস ডেস্ক ২৯ জুলাই ২০২৪ , ১০:৩১:৪৩ প্রিন্ট সংস্করণ

ব্রাজিল এই ম্যাচে জয় পেলেই নিশ্চিত হতো তাদের কোয়ার্টার ফাইনালের স্বপ্ন। কিন্তু বাদ সাধে জাপানের মেয়েরা। অতিরিক্ত সময়ের ৬ মিনিটের মাঝে দুই গোল করে অলিম্পিকের নারী ফুটবলে ব্রাজিলকে হারের স্বাদ দেয় জাপান। প্যারিসের পার্ক দে প্রিন্সেসে ব্রাজিলকে ম্যাচ হারতে হয়েছে ২-১ ব্যবধানে।

অলিম্পিকে নারীদের ফুটবল ইভেন্টে অংশ নিচ্ছে ১২ দল। ৩ গ্রুপ থেকেই শীর্ষ দুই দল যাবে কোয়ার্টারে। তাদের সঙ্গে যোগ দেবে তৃতীয় সেরা ২ দল। জাপানের কাছে হারের পর ব্রাজিলের ভাগ্য ঝুলে গিয়েছে শেষ ম্যাচের জন্য। যেখানে শুধু নিজেদের জিতলেই হবে না,তাকিয়ে থাকতে হবে অন্যান্য ফলাফলের দিকে।

ম্যাচের প্রথমার্ধে জাপান পেনাল্টি মিস করলেও অতিরিক্ত সময়ে গোল করতে ভুল করেনি। এরপরই ব্রাজিলিয়ান ডিফেন্ডার রাফায়েলের ভুল পাসে বল পেয়ে দূরপাল্লার শটে গোল করেন জাপানের মোমোকো তানিকাওয়া। তাতেই নিশ্চিত হয় ব্রাজিলের হার।

আরও খবর

                   

সম্পর্কিত