খেলা

প্রত্যাবর্তনের গল্প লিখে ভুটান জয় বাংলাদেশের মেয়েদের

  স্পোর্টস ডেস্ক ২৮ জুলাই ২০২৪ , ১১:২৯:৪৯ প্রিন্ট সংস্করণ

প্রত্যাবর্তনের গল্প লিখে ভুটান জয় বাংলাদেশের মেয়েদের
ছবি সংগৃহিত

ঠিক যেন প্রথম ম্যাচের পুনরাবৃত্তি। ভুটান সফরে গিয়ে প্রথম ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৫-১ গোলের জয় তুলে নিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। গতকাল দ্বিতীয় ম্যাচেও আগে ২ গোল খেয়েছিল বাংলাদেশ। সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় তুলে নিয়েছেন সাবিনা-ঋতুপর্নারা।

আগামী অক্টোবরে নেপালে অনুষ্ঠিত হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। তার আগে টানা দুই জয়ে প্রস্তুতিটা ভালোই হলো টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের। তবে দুই ম্যাচেই শুরুতে পিছিয়ে পড়া কিছুটা দুশ্চিন্তা বাড়াবে সাবিনাদের।

গতকাল থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের প্রথম ১০ মিনিট টানা আক্রমণ চালিয়েছে বাংলাদেশ। কিন্তু ১৫তম মিনিটে স্রোতের বিপরীতে গোল করে বসেন দেকি লেহাজোম। দুই মিনিট পরে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল সফরকারীরা। কিন্তু সানজিদার শট লক্ষ্যভ্রষ্ট হয়।

২১তম মিনিটে আবারও গোলের দেখা পায় ভুটান। এবারও গোলদাতা লেহাজোম। ভুটান স্ট্রাইকারের নেওয়া শট বাংলাদেশি গোলকিপার মিলির হাতে লেগে জালে জড়ায়। ২-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে প্রথমার্ধেই ম্যাচের সমতা ফেরান সাবিনা-সাগকিরা।

ম্যাচের ৩৪তম মিনিটে সতীর্থের বাড়ানো লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে দারুণ ফিনিশিংয়ে গোল করেন সাবিনা। ৬ মিনিট পরে দারুণ এক চিপে স্কোরলাইন ২-২ করেন আগের ম্যাচে হ্যাটট্রিক করা সাগরিকা।

দ্বিতীয়ার্ধে আর ভুটানকে তেমন সুযোগ দেয়িন বাংলাদেশ। ঋতুপর্না চাকমার জোড়া গোলে শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

আরও খবর

                   

সম্পর্কিত