স্পোর্টস ডেস্ক ১৮ জুলাই ২০২৪ , ২:৫৭:০০ প্রিন্ট সংস্করণ
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) পাঁচ ম্যাচ পর খেলতে নেমে শূন্যতে ফিরলেন বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়। গতরাতে লিগ পর্বের শেষ ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে খেলতে নেমে রানের খাতাই খুলতে পারেননি ডাম্বুলা সিক্সার্সের হৃদয়। তবে এ ম্যাচে ২৮ রানে জয় পায় ডাম্বুলা।
কলম্বোতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১২৩ রানে অলআউট হয় ডাম্বুলা সিক্সার্স। দলের পক্ষে ৩৩ বলে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক আফগানিস্তানের মোহাম্মদ নবি। পাঁচ নম্বরে নেমে ৩ বল খেলে শূন্যতে ফিরেন হৃদয়। টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচের একটিতে ব্যাট করে মাত্র ১ রান করেছিলেন হৃদয়।
১২৪ রানের সহজ টার্গেট স্পর্শ করতে পারেনি কলম্বো স্ট্রাইকার্স। ১৮ দশমিক ১ ওভারে ৯৫ রানে অলআউট হয় কলম্বো। সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক থিসারা পেরেরা।
৮ ম্যাচে ৩ জয় ও ৫ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকায় প্লে-অফে খেলার আশা শেষ হয়ে গেছে ডাম্বুলার।