আন্তর্জাতিক

চুক্তিতে প্রেম করছেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয় এন্দ্রিক! I LOVE YOU না বললেই জরিমানা!

  প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৪ , ১১:৫৬:১২ প্রিন্ট সংস্করণ

চুক্তিতে প্রেম করছেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয় এন্দ্রিক
ছবি : সংগৃহীত

চুক্তিতে প্রেম করছেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয় এন্দ্রিক! I love you না বললেই জরিমানা!

ব্রাজিলের ১৭ বছর বয়সী তরুণ ফুটবলার এনড্রিক প্রেম করছেন ২০ বছর বয়সী ব্রাজিলিয়ান মডেল গ্যাব্রিয়েলি মিরান্ডার সাথে। প্রেম করতেই পারে তারা। তবে সম্প্রতি তাদের এই প্রেমের ক্ষেত্রে নিজেরা নিজেদের সাথে কিছু বিষয় নিয়ে চুক্তিবদ্ধ হয়েছেন প্রেম করার আগে।

এটাকে তারা বলেছিলেন, ‘রিলেশিনশিপ কনট্রাক্ট। তাদের চুক্তিপত্রে একটা বিষয় আছে, দুনিয়াতে যত যাই হক সর্বাবস্থায় ‘I love you’ বলতে হবে। যে বলবে না তাকে দিতে হবে জরিমানা। আরেকটা আছে, এনড্রিকে কোন প্রকার মাদক গ্রহণ করতে পারবে না। আরাও আছে, সর্বাবস্থায় মাথা ঠাণ্ডা রাখতে হবে দুই পক্ষের।

কোন প্রকার মাথা গরম করে ঝগড়া করা চলবে না কারোর। যদি কেউ এই ঝগড়া করে তাহলে তাকে প্রতি মাসে জরিমানা দিতে হবে। জরিমানা হিসেবে টাকা, জিনিসপত্র যা চাইবে তাই দিতে হবে যে ঝগড়া করবে তাকে

আরও খবর

                   

সম্পর্কিত