স্পোর্টস ডেস্ক ১৭ জুলাই ২০২৪ , ১১:২৬:৩৫ প্রিন্ট সংস্করণ
কোপা আমেরিকার ফাইনালে তখনও গোল পায়নি আর্জেন্টিনা। উল্টো একের পর এক আক্রমণে আর্জেন্টিনার রক্ষণ কাঁপিয়ে দিচ্ছে কলম্বিয়া। এমন সময় প্রথমার্ধে চোট পেলেও ব্যথা নাশক স্প্রে দিয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন মেসি। চোট শঙ্কা থাকার পরও মাঠে নামেন দ্বিতীয়ার্ধে।
তবে এ দফায় খুব বেশি সময় মাঠে থাকতে পারেননি এই মহাতারকা। ৬৪ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।মাঠ থেকে উঠে যাওয়ার বিষয়টি মানতে না পেরে কান্নায় ভেঙে পড়েন মেসি। অঝোরে কান্না করতে দেখা গেছে মেসিকে।মুহূর্তের মধ্যে পা ফুলে ঢোল হলেও সতীর্থদের সঙ্গে হাসিমুখে শিরোপা উদ্যাপনে দেখা যায় মেসিকে। তবে তখনই অনুমান করা গিয়েছিল, এই চোট ভোগাতে পারে তাঁকে। সেটিই হলো। রেকর্ড আটবারের ব্যালন ডি’অর বিজয়ী ছিটকে গেছেন অনির্দিষ্টকালের জন্য। গতকাল মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার পর এমনটাই জানায় তাঁর ক্লাব ইন্টার মায়ামি। ডান পায়ের গোড়ালিতে চোট পাওয়ায় চলমান মেজর সকার লিগে (এমএলএস) পরের ম্যাচগুলোতে অধিনায়ককে পাচ্ছে না ক্লাবটি।