স্পোর্টস ডেস্ক ১১ জুলাই ২০২৪ , ১২:২২:০৬ প্রিন্ট সংস্করণ
আইপিএল চলাকালীন নাতাশা ও হার্দিক পান্ডিয়া দম্পতির বিবাহবিচ্ছেদের গুঞ্জন শুরু হয়। হার্দিকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই নাতাশার নতুন ভিডিও ঘিরে নেটিজেনদের মাঝে হইচই। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নাতাশা মানুষের জীবন থেকে ‘সমস্যা’ দূর করার কথা বলেছেন। তবে এরই মাঝে আবার নতুন প্রেমের চর্চাও চলছে।
যদিও ব্যক্তিগত জীবনে তাকে নিয়ে আলোচনা থামছেই না। যার বড় কারণ অবশ্যই— স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে ডিভোর্সের খবর। তবে এরই মাঝে আবার নতুন প্রেমের খবর নেটিজেনদের মাঝে, তবে কি হার্দিক আবার প্রেমে জড়িয়েছেন। কে সেই রহস্যময়ী সুন্দরী?
হিন্দুস্তান টাইমস সূত্র জানায়, সেই রহস্যময়ী নারী প্রাচী শোলাঙ্কি। তিনি পেশায় একজন মেকআপ আর্টিস্ট। সামাজিকমাধ্যমে তার একটি ছবি পোস্ট সবার নজরে এসেছে। যেখানে হার্দিকের সঙ্গে পোশাকে টুইনিং করতে দেখা যায় তাকে। সেই পোস্টে হার্দিককে বেশ হাসিখুশি দেখা যাচ্ছিল।তবে প্রাচী আর হার্দিকের ডেট করার খবরটি ভুয়ো। সবই সোশ্যাল মিডিয়ার বানানো। প্রাচীকে ডেট করছেন না হার্দিক; সে শুধু একজন বড় ভক্ত ক্রিকেটারের। প্রাচী হার্দিকের সঙ্গে দেখা করার বিষয়ে, তাঁর উত্তেজনা প্রকাশ করে এই পোস্টটি শেয়ার করেছেন।
এদিকে প্রাচী শোলাঙ্কি হার্দিকের ভাই ক্রুনাল পান্ডিয়া এবং তার স্ত্রী পাঙ্খুরির সঙ্গেও ছবিও শেয়ার করেছেন। পুরো পান্ডিয়া পরিবার প্রাচীর খুব ঘনিষ্ঠ বলেই মনে হচ্ছে, যা ডেটিং গুজবকে উসকে দিয়েছে।