খেলা

কোপার শেষ ৪ চূড়ান্ত, কবে কে কার মুখোমুখি

  স্পোর্টস ডেস্ক ৭ জুলাই ২০২৪ , ১২:৪৩:১৮ প্রিন্ট সংস্করণ

কোপার শেষ ৪ চূড়ান্ত, কবে কে কার মুখোমুখি
ছবি সংগৃহিত

অবশেষে শেষ হয়েছে কোপা আমেরিকার শ্বাসরুদ্ধকর কোয়ার্টার ফাইনাল। শেষ আটের জমজমাট লড়াই শেষে সেরা চারে জায়গা করে নিয়েছে ৪টি দল।

আর্জেন্টিনা, কানাডা ও কলম্বিয়ার পর শেষ দল হিসেবে সেমির টিকিট কেটেছে উরুগুয়ে। ফাইনালে ওঠার লড়াইয়ে সহজ প্রতিপক্ষ পেয়েছে ডিফেন্ডি চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

প্রথম সেমিফাইনালে আগামী বুধবার (৯ জুলাই) গ্রুপ পর্বের পর ফের কানাডার বিপক্ষে খেলবে মেসির দল। মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে খেলা।

আসরের দ্বিতীয় সেমিফাইনালে টানা ২৭ ম‍্যাচ ধরে অপরাজিত কলম্বিয়ার প্রতিপক্ষ উরুগুয়ে। ফাইনালে ওঠার লড়াইয়ে ব্যাংক অব আমেরিকায় আগামী বৃহস্পতিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় মাঠে নামবে দল দুটি।

কোপা আমেরিকার সেমিফাইনালের সূচি (বাংলাদেশ সময় অনুসারে) :

তারিখম্যাচভেন্যুসময়
৯ জুলাইকানাডা বনাম আর্জেন্টিনামেটলাইফ স্টেডিয়ামসকাল ৬টা
১০ জুলাইউরুগুয়ে বনাম কলম্বিয়াব্যাংক অব আমেরিকাসকাল ৬টা

আরও খবর

                   

সম্পর্কিত