স্পোর্টস ডেস্ক ৫ জুলাই ২০২৪ , ৫:৪১:৩৩ প্রিন্ট সংস্করণ
প্রাচীর হয়ে এমিলিয়ানো মার্তিনেজ না দাঁড়ালে হয়তো আক্ষেপেই পুরতেন লিওনেল মেসি। ১–১ গোলে সমতার ম্যাচে টাইব্রেকারে প্রথম শট নিতে গিয়ে হতাশ করেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
পানেনকা শট নিতে গিয়ে ক্রসবারে মেরে বসেন মেসি। তবে সবসময় মেসিকে এ ধরনের শট নিতে দেখা যায় না।টাইব্রেকারে চারটি শট নিয়েছে ইকুয়েডর, এর মধ্যে প্রথম দুটিই রুখে দিয়েছেন মার্টিনেজ। মেসি বাদে দলের অন্যরা বল জালে পাঠালে আর্জেন্টিনা ম্যাচটি টাইব্রেকারে জিতে নেয় ৪-২ ব্যবধানে।গ্রুপপর্বের শেষ ম্যাচে চিলির বিপক্ষে ইনজুরির কারণে খেলতে পারেননি মেসি। তবে আজ কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই ছিলেন। লিসান্দ্রো মার্টিনেজের গোলের উৎসও ছিলেন তিনি। তবে আর্জেন্টাইন অধিনায়ক খুব একটা নিজের মান অনুযায়ী খেলতে পারেননি।টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে আর্জেন্টিনার ত্রাতা এমি মার্তিনেজ। ম্যাচ শেষে তাই সতীর্থের প্রশংসা করতে ভুলেননি মেসি,“আমি জানি, কঠিন সময়গুলোতে দিবু (মার্তিনেজ) সবসময়ই দুর্দান্ত হয়ে ওঠে। সে এমন মুহূর্ত পছন্দও করে। গোলপোস্টের নিচে সে অসাধারণ। টাইব্রেকার জটিল হলেও আমাদের বিশ্বাস ছিল ওর ওপর। সে খুবই ক্ষিপ্র। ম্যাচের আগে আমি মজা করে বলেছিলাম, পেনাল্টি শ্যুটআউট হলে আমরা শান্ত থাকব। আমরা ভাগ্যবান যে, সেটা পেরেছি।”