খেলা

সেমিফাইনালে ‘সহজ প্রতিপক্ষ’ পেতে যাচ্ছে আর্জেন্টিনা

  স্পোর্টস ডেস্ক ৫ জুলাই ২০২৪ , ২:৪৬:১১ প্রিন্ট সংস্করণ

সেমিফাইনালে ‘সহজ প্রতিপক্ষ’ পেতে যাচ্ছে আর্জেন্টিনা
সেমিফাইনালে ‘সহজ প্রতিপক্ষ’ পেতে যাচ্ছে আর্জেন্টিনা

কোপা আমেরিকায় এর আগে কখনো আর্জেন্টিনাকে হারাতে পারেনি ইকুয়েডর।ফলে প্রথম কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা।শুক্রবার (৫ জুলাই) টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে নামে দুই দল। ম্যাচের ৩৫ মিনিটে পাওয়া গোলে এগিয়ে ছিল কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধ শেষে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও ম্যাচের শেষ মুহূর্তে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইকুয়েডর খেলায় সমতা ফেরায়। 

কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী ফাইনাল ছাড়া নকআউট পর্বের কোনো ম্যাচেই অতিরিক্ত সময় নেই। এতে নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হওয়ায় ম্যাচটি তাই সরাসরি গড়ায় টাইব্রেকারে।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে টাইব্রেকারে প্রথম শটই মিস করেন লিওনেল মেসি। বল ক্রসবারে মারেন। আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ অবশ্য ইকুয়েডরের প্রথম শট ঠেকিয়ে দেন। এরপর দ্বিতীয় শটটিও ঠেকিয়ে  দেন মার্টিনেজ। ইকুয়েডরের হয়ে প্রথম দুটি শট নেয়া অ্যাঞ্জেল মেনা এবং অ্যালান মিন্দার শট ঠেকান তিনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ গোলের জয়ে সেমিফাইনালে উঠে আর্জেন্টিনা।

শনিবার (৬ জুলাই) আর্লিংটনে কোপার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে কানাডা ও ভেনিজুয়েলা। বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে গড়াবে ম্যাচটি। এই ম্যাচে জয়ী দলই শেষ চারে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে।

বর্তমান পারফরম্যান্স বিচারে কানাডার বিপক্ষে জয় পেতে পারে ভেনিজুয়েলা। আর শেষ আটের এই লড়াইয়ে জিতলেই সেমিফাইনালে আর্জেন্টিনা হবে প্রতিপক্ষ। যদি কানাডা জিতে যায় তবে প্রতিপক্ষ হিসেবে ১০ জুলাই প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে হবে। যা টুর্নামেন্টে দুই দলের দ্বিতীয় সাক্ষা‍‍ৎ হবে।

আরও খবর

                   

সম্পর্কিত