স্পোর্টস ডেস্ক ৪ জুলাই ২০২৪ , ৩:২৪:৪৩ প্রিন্ট সংস্করণ
ক্রিকেট ছেড়ে দেয়ার পর আম্পায়ারিংয়ে যুক্ত হয়েছেন সাথিরা জাকির জেসি। ক্যারিয়ারের শুরুর দিকে ছেলেদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগে আম্পায়ারিং করার অভিজ্ঞতা হয়েছে তার। আইসিসি আম্পায়ারিং ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হওয়ার পর অভিষেক হয়েছে দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল)।এবার জানা গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরে দেখা যেতে পারে নারী আম্পায়ারদের। গতকাল আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু নিশ্চিত করেছেন।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। অভিজ্ঞ করে আনতে হলে প্রথমে আমরা স্কুল ক্রিকেট দিই, প্রিমিয়ার লিগে অনফিল্ড কিন্তু প্রথমবার করেছে। তার আগে আমরা থার্ড আম্পায়ারের জায়গায় দিয়েছি। অভিজ্ঞতা তো শুধু সিদ্ধান্ত না, অভিজ্ঞতা হচ্ছে আপনি কিভাবে পুরো মাঠকে ম্যানেজ করছেন। এটা শিক্ষণীয় বিষয়। এরা এখন আইসিসি প্যানেল ভুক্ত হয়ে গেছে কিন্তু। আইসিসি কেন করেছে? কারণ আমরা যে বায়োডাটা পাঠিয়েছে সেটা দেখেই করেছে।’‘তারা ভেবেছে তারা যথেষ্ট যোগ্য। তাদের আমরা করব কি পরবর্তী বিপিএলে অনফিল্ড হয়ত নাও দেখতে পারেন। আমি জানি না পরিস্থিতি কেমন থাকবে, এর মাঝে বিশ্বকাপ আছে…। কিন্তু অবশ্যই থার্ড আম্পায়ার… ওদের ট্রেনিং তো চালু রাখতে হবে। আমি খুব আশাবাদী মেয়েরাও খুব ভালো করছে।’
বর্তমানে দেশের প্রায় ৩০ জন আম্পায়ার বিসিবির বেতনভুক্ত। সেখানে যুক্ত করা হচ্ছে আরও ৫ জন