খেলা

তাসকিনের ‘ঘুমকাণ্ড’ নিয়ে যা বললেন সাকিব

  স্পোর্টস ডেস্ক ৪ জুলাই ২০২৪ , ১২:৫১:২৪ প্রিন্ট সংস্করণ

তাসকিনের ‘ঘুমকাণ্ড’ নিয়ে যা বললেন সাকিব

দেশের ক্রিকেট ভক্তদের কাছে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের দিন দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদের দেরিতে ঘুম থেকে ওঠার বিষয়টি।

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে চার ম্যাচে তিন জয়ে ভালো কিছুর ইঙ্গিত দিলেও সুপার এইটে অস্ট্রেলিয়া, ভারত এবং আফগানিস্তানের সঙ্গে টানা তিন হারে হতাশ হতে হয় সমর্থকদের। এর মধ্যে আবার সমালোচনা ওঠে সুপার এইটে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগার একাদশে তাসকিন আহমেদের না থাকা নিয়ে।আজ মঙ্গলবার (০২ জুন) যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাকিব আরও বলেন, “টিম বাস তো একটা নির্দিষ্ট সময়ে ছাড়ে। আমরা যারা প্লেয়ার আছি, তাদের একটা রুলস, নরমালি বাস কখনোই অপেক্ষা করে না। কেউ হয়তো এরকম মিস করে তারা হয়তো পরে গাড়ি নিয়ে আসে বা ম্যানেজারের গাড়ি থাকে বা ট্যাক্সি থাকে। ওয়েস্ট ইন্ডিজ যেহেতু একটা ডিফিকাল্ট জায়গা, সেখানে পরিবহনের সাপোর্ট অনেক কঠিন ছিল।”

তিনি আরও বলেন, “মানুষের ক্ষেত্রে ভুল হতে পারে। অনিচ্ছাকৃত ভুল সবারই হয়ে থাকে। ও সেটা স্বীকার করেছে। ওখানে ব্যাপারটা শেষ হয়ে গেছে। টিম বাস কারো জন্য অপেক্ষা করে না কখনো। একজনের জন্য পুরো দল থেমে থাকে না।”

এদিকে ভারতের বিপক্ষে ম্যাচে না থাকা নিয়ে একটি জাতীয় দৈনিককে তাসকিন বলেছেন, “আমি ঘুমের কারণে দেরি করেছি এটি সত্য। তবে এই কারণে আমাকে বাদ দেওয়া হয়নি। কম্বিনেশনের কারণেই আমাকে বাদ দেওয়া হয়।”এদিকে, আইসিসির প্রোটোকল অনুযায়ী ম্যাচের দিন একটা নির্দিষ্ট টাইমে টিম হোটেল থেকে বাস ছাড়তে হয়। তাই তাসকিনকে রেখেই ছেড়ে দেওয়া হয় টিম বাস। তবে তাসকিনকে খুঁজে মাঠে আনার জন্য রেখে যাওয়া হয় একজন স্টাফকে। পরে তিনিই তাসকিনকে নিয়ে মাঠে যান। আর এই দেরির কারণেই ভারতের বিপক্ষে একাদশে ছিলেন না তাসকিন।

আরও খবর

                   

সম্পর্কিত