খেলা

উরুগুয়ের কাছে হেরে বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্রের

  স্পোর্টস ডেস্ক ২ জুলাই ২০২৪ , ১১:১৫:৫২ প্রিন্ট সংস্করণ

উরুগুয়ের কাছে হেরে বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্রের
ছবি সংগৃহিত

কোপা আমেরিকার এবারের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। তবে সেই যুক্তরাষ্ট্রই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। মঙ্গলবার (২ জুলাই) গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে জিততেই হতো গ্রেগ বারহাল্টারের দলের। তবে কানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে ১-০ গোলে হেরে গেছে যুক্তরাষ্ট্র। তার পাশাপাশি গ্রুপের অপর ম্যাচের ফলও তাদের বিপক্ষে গেছে।

সমীকরণটা বেশ কঠিন ছিল যুক্তরাষ্ট্রের জন্য। চলতি কোপায় দুর্দান্ত ছন্দে থাকা উরুগুয়েকে হারাতে হবে। তার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে গ্রুপের আরেক ম্যাচের দিকে। এমন সমীকরণে মাঠে নেমে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গে সমানে সমান লড়াই করেছে পুলিসিকের দল।


প্রথম হাফে কোন দলই তেমন জোড়াল আক্রমণ করতে পারেনি। ফলে গোলশূন্যতে শেষ হয় প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধে দুই দলই খোলস থেকে বের হয়। তবে গোল আদায় করে নেয় উরুগুয়ে। ম্যাচের ৬৬তম মিনিটে ম্যাথিয়াস অলিভেরা উরুগুয়েকে লিড এনে দেন। এই গোল আর শোধ করতে পারেনি স্বাগতিক যুক্তরাষ্ট্র। ফলে উরুগুয়ের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল তাদের।

এদিকে যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে উরুগুয়ে। আগামীকাল ব্রাজিল রানার্স আপ হয়ে শেষ আটে উঠলে উরুগুয়ের মুখোমুখি হবে। আর বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘সি’ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পানামা।


উরুগুয়ের কাছে হেরে এবারের কোপা শুরু করেছিল পানামা। তবে এরপর তারা টানা দুই ম্যাচ জিতে দ্বিতীয় হয়ে গ্রুপ পর্ব শেষ করল।

আরও খবর

                   

সম্পর্কিত