খেলা

ভিনির জোড়া গোলে ব্রাজিলের প্যারাগুয়ের জালে ৪ গোল

  খেলা ডেস্ক ২৯ জুন ২০২৪ , ৯:৫০:২২ প্রিন্ট সংস্করণ

ভিনির জোড়া গোলে ব্রাজিলের প্যারাগুয়ের জালে ৪ গোল

তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে ভিনি-রদ্রিগোরা। প্যারাগুয়ের জালে ৪ গোল দিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে সেলেসাওরা।

এই জয়ে কোয়াটার ফাইনালে দৌঁড়ে টিকে রইল তারা। শেষ ম্যাচে কলম্বিয়াকে হারাতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল।

শনিবার (২৯ জুন) ভোরে প্যারাগুয়ের বিরুদ্ধে জোড়া গোল করলেন ভিনিসিয়াস জুনিয়র; ৪-১ গোলে জিতল ব্রাজিল।

প্যারাগুয়ের বিরুদ্ধে ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজিয়েছিলেন ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়র। সামনে রদ্রিগো। তার পেছনে ভিনিসিয়াস জুনিয়র, লুকাস পাকুয়েতা এবং স্যাভিয়ো। এই চারজনের আক্রমণ সামলাতে পারছিলেন না প্যারাগুয়ের ফুটবলাররা।তবে সেলেসাওদের বেশিক্ষণ আক্ষেপে পুড়তে দেননি ভিনিসিয়ুস। ৩৫তম মিনিটে গোলের খাতা খোলেন তিনি। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে সতীর্থদের পাস দিয়ে ঢুকে পড়েন বক্সে। এক-দুই পাসের পর তাকে বল বাড়িয়ে দেন পাকেতা।

প্যারাগুয়ের ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে নিখুঁত শটে বল জালে জড়ান ভিনি।প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। অতিরিক্ত সময়ে আবার গোল করেন ভিনি। সেই সময় প্যারাগুয়ের রক্ষণভাগকে বেশ ছন্নছাড়া দেখাচ্ছিল। বল ক্লিয়ার করতে গিয়ে ভিনিসিয়াসের পায়ে তুলে দিয়েছিলেন প্যারাগুয়ের অ্যাল্ডেরেট। গোল করতে ভুল করেননি রিয়াল মাদ্রিদের ভিনি।

আরও খবর

                   

সম্পর্কিত