খেলা

মেসির চোট নিয়ে শঙ্কা, আর্জেন্টিনা দলে নতুন মুখ!

  স্পোর্টস ডেস্ক ২৮ জুন ২০২৪ , ১০:৫৪:২৫ প্রিন্ট সংস্করণ

মেসির চোট নিয়ে শঙ্কা, আর্জেন্টিনা দলে নতুন মুখ!
লিওনেল মেসি (ছবি সংগৃহিত)

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলেও আর্জেন্টিনার শিবিরে চলছে শঙ্কার ছায়া। চিলির বিপক্ষে ম্যাচে ডান পায়ের অ্যাডাক্টরে চোট পাওয়ায় লিওনেল মেসির শারীরিক অবস্থা নিয়েই চিন্তিত পুরো দল।

আগামী শনিবার পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের সমাপ্তি টানবে আলবিসেলেস্তেরা। ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করাই হবে মেসিদের লক্ষ্য। তবে ইতোমধ্যেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোচ লিওনেল স্কালোনি বেশ কয়েকজন নতুন মুখকে সুযোগ দেবেন বলেই মনে করা হচ্ছে।

চিলির বিপক্ষে ম্যাচে ডান পায়ের অ্যাডাক্টরে অস্বস্তি অনুভব করেছিলেন মেসি। নিশ্চিতভাবেই জানা গেছে, আগামী শনিবার তিনি মাঠে থাকছেন না, এমনকি বেঞ্চেও থাকছেন না। বুধবার সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়নি তাকে।

চিলির বিপক্ষে ম্যাচের আগে জ্বরেও ভুগছিলেন মেসি। ধারণা করা হয়েছিল বুধবার তার সব ধরনের পরীক্ষা করা হবে। পরবর্তীতে তা বৃহস্পতিবার করা হবে বলে জানানো হয়। কিন্তু সর্বশেষ খবর অনুযায়ী, আক্রান্ত স্থানটি কিছুটা সুস্থ হওয়ার পর আজ শুক্রবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

ধারণা করা হচ্ছে, কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য পুরোপুরি ফিট হওয়ার লক্ষ্যেই কাজ করবেন মেসি।

গ্রুপে শীর্ষে থাকলে আগামী ৪ জুলাই আবারও মাঠে নামবে আর্জেন্টিনা। আর যদি দ্বিতীয় স্থানে থেকে কোয়ার্টার ফাইনালে উঠে তাহলে লিওনেল স্কালোনির দল খেলবে ৫ জুলাই

আরও খবর

                   

সম্পর্কিত