খেলা

বিশ্বকাপ ব্যর্থতা, শ্রীলঙ্কার প্রধান কোচ সিলভারউডের পদত্যাগ

  স্পোর্টস ডেস্ক ২৭ জুন ২০২৪ , ১১:৫৮:২৮ প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপ ব্যর্থতা, শ্রীলঙ্কার প্রধান কোচ সিলভারউডের পদত্যাগ
শ্রীলঙ্কার প্রধান কোচ সিলভারউড (ছবি সংগৃহিত)

টি-টোয়েন্টি বিশ্বকাপে দল গ্রুপ পর্ব পেরুতে পারেনি শ্রীলঙ্কা। চার ম্যাচে এক জয় ও এক পরিত্যক্ত ম্যাচ মোট ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে থেকে বিদায় নিয়েছে লঙ্কানরা। দলের এমন বাজে অবস্থার পর এবার লঙ্কান দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করলেন ক্রিস সিলভারউড।

বিশ্বকাপ ব্যর্থতার পর শ্রীলঙ্কা হেড কোচের পদত্যাগ 

বৃহস্পতিবার (২৭ জুন) শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে। যদিও ক্রিস সিলভারউডের পদত্যাগের বিষয়টি ‘ব্যক্তিগত’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ক্রিস সিলভারউড বলেন, “আন্তর্জাতিক কোচ হওয়া মানে প্রিয়জনদের থেকে দীর্ঘ সময় দূরে থাকা। দীর্ঘ পর আমার পরিবারের সাথে কথোপকথন এবং ভারাক্রান্ত হৃদয়ে আমি মনে করি এখন আমার বাড়ি ফেরার সময়। তাদের সাথে কিছু মানসম্পন্ন সময় কাটানোর সময়।”

তিনি আরও বলেন, “আমি খেলোয়াড়, কোচ, সকল স্টাফ এবং এসএলসির ব্যবস্থাপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সমর্থন ছাড়া কোন সাফল্য অর্জন সম্ভব হতো না। শ্রীলঙ্কা ক্রিকেটের অংশ হওয়া আমার জন্য সত্যিকার সম্মানের বিষয় এবং এখানে আমার অনেক প্রিয় স্মৃতি রয়েছে, যেগুলো আমি মনে রাখবো।” 

ক্রিস সিলভারউডের কোচিং আসলে শ্রীলঙ্কা ২০২২ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপ জিতেছে। ২০২৩ সালে ওয়ানডে এশিয়া কাপে ফাইনালে উঠেছি। এছাড়া বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে লঙ্কানরা।

তবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দল গ্রুপ পর্ব পেরুতে পারেনি শ্রীলঙ্কা। চার ম্যাচে এক জয় ও এক পরিত্যক্ত ম্যাচ মোট ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে থেকে বিদায় নিতে হয়েছে লঙ্কানদের। যেখানে একমাত্র নেদারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল তারা।

আরও খবর

                   

সম্পর্কিত