প্রতিনিধি ২৩ জুন ২০২৪ , ৯:৩১:২৮ প্রিন্ট সংস্করণ
গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে দেশে ফিরে গেছে পাকিস্তান। পাকিস্তানের ক্রিকেটে এটা বড় ধাক্কাই। যে ধাক্কার একটা অংশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারও।
বাবর আজমদের এমন দুরবস্থায় বেশ খারাপই লাগছে ওয়াসিম আকরামের। তবে দলের এমন পরিস্থিতির পেছনে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরই (পিসিবি) দায় দেখছেন তিনি।
আকরাম মনে করেন, পিসিবির শীর্ষ পদে অস্থিরতার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব পড়েছে। বিশ্ব ক্রিকেটে পাকিস্তান দল নিয়ে মানুষ হাসাহাসি করে বলেও মন্তব্য তাঁর। এ ছাড়া অধিনায়ক হিসেবে বাবরের বিকল্প নিয়েও কথা বলেছেন এই সাবেক বাঁহাতি পেসার।ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টসকিডাকে দেওয়া সাক্ষাৎকারে আকরাম বলেন, “এক বছরের মধ্যে (পিসিবিতে) তিনজন চেয়ারম্যানের পরিবর্তন হয়েছে। রমিজ রাজাকে সরিয়ে দেওয়া হলো, নাজাম শেঠি এলেন তিন মাসের জন্য। এরপর এলেন জাকা আশরাফ। চার–পাঁচ মাস পর জাকাও নেই, এরপর এলেন মহসিন নাকভি। এরপর একটা দল কীভাবে ধারাবাহিক হয়?”
পিসিবির চেয়ারম্যান পদে বারবার পরিবর্তন অধিনায়কত্বেও প্রভাব ফেলেছে বলে মনে করেন আকরাম, ‘বাবরকে অধিনায়কত্ব থেকে সরিয়ে শাহিনকে দায়িত্ব দেওয়া হলো। সে একটা সিরিজে হারল, একই সময়ে চেয়ারম্যানও বদল হলো। আবারও দেখা গেল অধিনায়ক পরিবর্তন। এটা একদমই অগ্রহণযোগ্য। (এসব কারণে) ক্রিকেট বিশ্বে মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করে।’