খেলা

বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এর স্মরণে ফুটবল টুর্নামেন্টে’র ফাইনাল খেলা অনুষ্ঠিত

  লালমনিরহাট প্রতিনিধিঃ আবু হাসান (আকাশ) ২২ জুন ২০২৪ , ১:৫৬:১৯ প্রিন্ট সংস্করণ

বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এর স্মরণে ফুটবল টুর্নামেন্টে'র ফাইনাল খেলা অনুষ্ঠিত
বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এর স্মরণে ফুটবল টুর্নামেন্টে'র ফাইনাল খেলা অনুষ্ঠিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এসএস সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এর স্মরণে অনুষ্ঠিত ফ্রুটসাল ব্যাচ ভিত্তিক রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২১জুন (শুক্রবার) রাতে উপজেলার এসএস সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি ব্যাচ ২০১৫ ও এসএসসি ব্যাচ ২০২১ এর মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম সম্পদের সঞ্চালনায় ও উপজেলা ছাত্রলীগের সভাপতি লিপন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসএস সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন মিয়া, শারমিন সুলতানা সাথী, সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেনসহ আরও অনেকে।

উক্ত ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে দু’দলের গোল শূন্য হওয়ায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে এসএসসি ব্যাচ ২০২১ কে হারিয়ে বিজয় লাভ করেন এসএসসি ব্যাচ ২০১৫ ।

আরও খবর

                   

সম্পর্কিত