খেলা

ভুল করে কেনা সেই শশাঙ্কই পাঞ্জাবের” হিরো অফ দ্যা ম্যাচ”

  প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৪ , ১১:৩২:০৪ প্রিন্ট সংস্করণ

ভুল করে কেনা সেই শশাঙ্কই পাঞ্জাবের" হিরো অফ দ্যা ম্যাচ"
ছবি : সংগৃহীত

ভুল করে কেনা সেই শশাঙ্ক ই জেতালেন প্রীতির পাঞ্জাবকে!! মনে পড়ে কি চলতি আইপিএলের নিলামের কথা? মাত্র ২০ লাখ রুপিতে শশাঙ্ক সিংকে কিনেও পরে প্রত্যাহার করতে চেয়েছিলেন পাঞ্জাব কিংস। প্রীতিরা দাবি করেছিলেন ‘তারা ভুল শশাঙ্ককে বিট করেছেন।

তবে তা আমলে নেয়নি কর্তৃপক্ষ, জানিয়ে দেওয়া হয় ‘কাউকে কেনার পর প্রত্যাহার করার নিয়ম নেই।’ পরবর্তীতে তোপের মুখে পড়ে পাঞ্জাব কিংস তাদের সোসাল হ্যান্ডেলে ব্যাখ্যা করে জানিয়েছিল ‘ভুল নয়, সঠিক শশাঙ্ককেই কিনেছে তারা।’

আজকের ম্যাচের পর এই লোকটিকে নিয়ে প্রীতিদের আর কোনো সংশয় থাকার কথা নয়। গুজরাটের বিপক্ষে ২০০ রানের জবাবে মাত্র ২৯ বলে ৬১ রানের ইনিংসে পাঞ্জাবকে জিতিয়ে তবেই মাঠে ছেড়েছেন এই ডানহাতি ব্যাটার। এটাই তো জীবন, এভাবেই তো নিজেকে প্রমাণ করতে হয়।

আরও খবর

                   

সম্পর্কিত