ধর্ম

বৃষ্টির জন্য বিভিন্ন স্থানে নামাজ আদায়

  প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৪ , ১২:৪৬:৪২ প্রিন্ট সংস্করণ

বৃষ্টির জন্য বিভিন্ন স্থানে নামাজ আদায়
ছবি : সংগৃহীত

সারাদেশে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ।তীব্র তাপপ্রবাহের কারণে গরমে অতিষ্ঠ সাধারণ মানুষের জীবন।

এ পরিস্থিতিতে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায় করেছেন শায়খ আহমাদুল্লাহ। তার ইমামতিতে নামাজে অংশ নিয়েছেন শতাধিক মুসল্লি। এ সময় নিজেদের গুনাহ প্রতি ক্ষমা চেয়ে ও বৃষ্টির জন্য দোয়া করা হয়

গতকাল শায়খ আহমাদুল্লাহর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক পেস্টে জানানো হয়, তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত৷ ওষ্ঠাগত মানুষ ও পশুপাখির জীবন৷ হুমকির মুখে ফল ও ফসল৷ এসময়ে প্রয়োজন রহমতের বৃষ্টি৷ প্রিয়নবী (সা.) এমন অনাবৃষ্টিতে লোকদেরকে নিয়ে মাঠে বেরিয়ে যেতেন এবং ইস্তিসকা তথা বৃষ্টি প্রার্থনার সালাত আদায় করতেন। (বুখারি, মুসলিম) আমরা দেশের সকল ইমাম-খতীব ও দায়িত্বশীলদের প্রতি সালাতুল ইস্তিসকার সুন্নাহ জিন্দা করার বিনীত আহ্বান জানাই৷

আমরা ইনশাআল্লাহ আগামীকাল সকাল ৯:৩০টায় আফতাবনগর ঈদগাহ মাঠে সালাতুল ইস্তিসকার সালাত আদায় করব। যারা আশেপাশে আছেন আমাদের সঙ্গে যোগ দিতে পারেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,ঢাকাসহ বাংলাদেশের ৪৫টির বেশি জেলার ওপর দিয়ে এখন তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।দিনে গড় তাপমাত্রা কয়েক ডিগ্রি বেড়ে গেছে। সিলেট বিভাগ বাদে সারাদেশেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশের কিছু জেলায় তাপপ্রবাহ বইতে শুরু করে। এরপর গত দুই সপ্তাহে তাপপ্রবাহ প্রায় সারা দেশেই ছড়িয়ে পড়েছে। এর মধ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে দেখা যাচ্ছে।

আরও খবর

                   

সম্পর্কিত