প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৪ , ১২:৪৯:৫৯ প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদে রয়েছে ৯টি লোহার দানবাক্স। প্রতি তিন মাস পরপর দানবাক্সগুলো খোলা হয়। কিন্তু ,এবার ৪ মাস ১০ দিন পর দানবাক্সগুলো খোলা হয়।
২০ এপ্রিল সকাল ৭টায় দানবাক্সগুলো খুললে তাতে মেলে রেকর্ড ২৭ বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার। সেই সঙ্গে মনোবাসনা পূর্ণ করতে বিভিন্ন চিরকুট।দানবাক্সের ওই চিঠিটি হবিগঞ্জের এক ব্যক্তির বলে উল্লেখ করা হয়েছে।
সেখানে তিনি লিখেন,
‘‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসে না। আমি আল্লাহর নিকট প্রার্থনা করি যে, আল্লাহ তাকে যেন আমার জীবনসঙ্গী হিসেবে কবুল করেন।”
এরপর চিঠিতে ওই মেয়ের ও নিজের নামপরিচয় উল্লেখ করা হয়।কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।
এমন আরেকটি চিরকুটে লেখা,
আল্লাহ আমি যেন একটা মানসম্মত নাম্বার পাই একটা ভালো কলেজে ভর্তি হতে পারি। আমার মাথার সব খারাপ চিনতা দুর রে হয়ে যায় আল্লাহ আমার মা-বাবারে ভালো রাখে রেখ। আমি যেন রফিকুল ইসলাম কলেজে ভর্তি হতে পারি।