প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৪ , ১:২৪:১৪ প্রিন্ট সংস্করণ
নতুন কমিটি গঠন প্রক্রিয়ায় সময় কোনো চাঁদা আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
এর ব্যত্যয় ঘটলে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটির হাইকমান্ড
আজ বুধবার (২৪ এপ্রিল) ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক জরুরি সাংগঠনিক নির্দেশনায় এ বার্তা দেওয়া হয়।গঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা নির্দেশনায় বলা হয়েছে,
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়,জেলা সমমর্যাদার ইউনিট বা সরাসরি কেন্দ্র নিয়ন্ত্রিত মেডিকেল কলেজ,কলেজ ও অন্যান্য ইউনিটের নতুন কমিটি গঠনের জন্য জীবনবৃত্তান্ত আহ্বানের সময় কোনো আর্থিক মনোনয়ন ফি কিংবা চাঁদা আদায় করা যাবে না।
উপজেলা, কলেজ, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও অন্যান্য ইউনিট তাদের অধীনস্ত কোন ইউনিটের নতুন কমিটি গঠনের সময় কোন আর্থিক মূল্যমান/মনোনয়ন ফি/চাঁদা আদায়/নির্ধারণ করা যাবে না। উল্লেখিত নির্দেশনার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে নির্দেশনায় বলা হয়েছে।