রাজনীতি

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা, নিরব

  অনলাইন ডেস্ক ২১ জুন ২০২৪ , ৩:৫৬:৫২ প্রিন্ট সংস্করণ

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা, নিরব
জামিনে বের হওয়ার পর কারাফটকে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি নেতা নিরবের কর্মী সমর্থকরা। (ছবি সংগৃহিত)

দীর্ঘদিন কারা ভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব।

শুক্রবার (২১ জুন) বিকেল ৩টার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় কারাফটকে সাইফুল আলম নীরবকে নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করেন।

এর আগে গত বছরের ৪ মার্চ পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের অভিযোগ গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় তেজগাঁও থানায় মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। একাধিক দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়। এছাড়াও নীরবের বিরুদ্ধে ভাঙচুর, পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা হয়েছে।

২০১৩ সালে রাজধানী মোহাম্মদপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার অভিযোগ তার নামে নাশকতার মামলা হয়। এই মামলায় তার ৩ বছরের সাজা হয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত