অনলাইন ডেস্কঃ ১৭ জুন ২০২৪ , ৪:২৭:৩৭ প্রিন্ট সংস্করণ
দীর্ঘদিনের চর্চার ধারাবাহিকতায় এবারও ঈদুল আজহা উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সোমবার (জুন ১৭) সকালে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্যারা এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসে আমু, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও দীপু মণি, আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী তার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। গণভবনে অতিথিদের সেমাই, মিষ্টি, মৌসুমি ফল দিয়ে আপ্যায়ন করা হয়।