রাজনীতি

জনগণের ঈদের আনন্দ হারিয়ে গেছে: মির্জা আব্বাস

  অনলাইন ডেস্কঃ ১৭ জুন ২০২৪ , ৩:৪৬:০৪ প্রিন্ট সংস্করণ

জনগণের ঈদের আনন্দ হারিয়ে গেছে: মির্জা আব্বাস
জনগণের ঈদের আনন্দ হারিয়ে গেছে: মির্জা আব্বাস। (সংগৃহিত ছবি)

দেশের বর্তমান পরিস্থিতিতে ঈদের আনন্দ উপভোগ করার মত মানসিকতা ‘জনগণ হারিয়ে ফেলেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

জনগণের ঈদের আনন্দ ‘হারিয়ে গেছে’: মির্জা আব্বাস

সোমবার ঈদের নামাজ শেষে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মির্জা আব্বাস।

তিনি বলেন, “আজকে ঈদুল আজহা পালিত হচ্ছে, এখন থেকে ১৫ বছর আগে যদি আমরা ফিরে যাই, অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় যদি আমরা ফিরে যাই, বা তারও একটু আগে যদি ফিরে যাই, তখনকার ওই ঈদের আনন্দ আজকে আর জনগণের মধ্যে নেই।

ঈদ শব্দের বাংলা অর্থ হল খুশি। এই খুশি, এটাকে যে উপভোগ করার একটা ব্যাপার, সেই মনমানসিকতা এটা কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে নেই।

“সকলের বেদনা ক্লিষ্ট মুখ, বেদনা-বিধুর চেহারা, অনেক কষ্ট করে তারা কোরবানি দিচ্ছে। আমার বাড়ির (শাহজাহানপুর) পাশে কোরবানির পশুর হাট ছিল। দেখলাম বেশ কিছু বেপারী তাদের গরু বিক্রি করতে পারেনি। অর্থাৎ টাকার অভাব লক্ষ্য করা গেছে।”

দেশের মানুষের ‘কষ্টের জন্য’ সরকারকে দায়ী করে আব্বাস বলেন, “যদি নির্বাচিত সরকার থাকত, তাহলে জনগণের এই কষ্ট হত না। এটা প্রমাণিত, যখন নির্বাচিত সরকার ছিল তখন কী অবস্থা ছিল আর আজকের কী অবস্থা?

এসময় দলের হাজারো কারাবন্দি নেতাদের প্রতি সহমর্মিতা জানান এ বিএনপি নেতা।

মির্জা আব্বাস বলেন, “বহু দেশ আছে তারা বাংলাদেশের ওপরে খবরদারি করছে। বাংলাদেশের সার্বভৌমত্ব আজকে অন্যের হাতে বিকিয়ে দিয়ে এই সরকার নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি আছেন। আল্লাহ জানেন কী অবস্থা। এই মুহূর্তে দেশনেত্রীর আরোগ্য কামনায় আমরা দেশবাসীর কাছে দোয়া চাই।

আরও খবর

                   

সম্পর্কিত