হবিগঞ্জ প্রতিনিধিঃ সাব্বির হোসেন ৬ জুন ২০২৪ , ৩:১৪:০৮ প্রিন্ট সংস্করণ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে হবিগঞ্জে অশুভ ছায়া কাটিয়ে উঠে দাঁড়িয়েছে ঘোড়া প্রতীক। এর আগে, ২৯ মে হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, লাখাই ও ২১ মে বাহুবল-নবীগঞ্জে এবং ৮ মে জেলার বানিয়াচং-আজমিরীগঞ্জে চরম বিপর্যয় ঘটে ঘোড়া প্রতীকের প্রার্থীদের মাঝে।
৭টি উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে পিছিয়ে পড়েন ঘোড়া প্রতীকের প্রার্থীরা। কেউ কেউ আবার হারান জামানত। তবে এবার অশুভ ছায়া কাটিয়ে জেলার চুনারুঘাট ও মাধবপুরে বিপুর ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে জয় লাভ করেছে ঘোড়া প্রতীক।
চুনারুঘাটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ১৭ হাজার ২’শত ২৬ ভোটের বিশাল ব্যবধানে পেছনে ফেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ লিয়াকত হাসান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আবু তাহের আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৫’শত ৬২ ভোট। একই পদে চুনারুঘাট উপজেলায় নির্ধারিত ভোটের কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন লুৎফর রহমান চৌধুরী, হাবিবুর রহমান জুয়েল এবং রায়হান উদ্দিন।
ভাইস চেয়ারম্যান পদে নির্ধারিত ভোটের কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন মোঃ শাজাহান মিয়া, আজিজুল হক তালুকদার ও আরও এক ব্যক্তি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৬ হাজার ২’শত ৮১ ভোট পেয়ে জয় লাভ করেছেন মোছাঃ খাইরুন আক্তার।
একই পদে নির্ধারিত ভোটের কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, কাজী সাফিয়া আক্তার, পারুল আক্তার এবং মোছাঃ ইয়াসমিন আক্তার মুক্তা। এদিকে, অবসর জনিত কারনে নির্বাচনে অংশগ্রহন করেননি চুনারুঘাট উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল কাদির লস্কর। সমর্থকদের উদ্যেশ্যে দেয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, বার্ধক্যের জন্য তিনি অবসরে যাচ্ছেন। সিদ্ধান্তটা পারিবারিকভাবেই নেয়া হয়েছে।
মাধবপুরে ঘোড়া প্রতীকে ৬২ হাজার ২’শত ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সৈয়দ মোঃ শাহাজান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম আনারস প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৫২ ভোট। সৈয়দ মোঃ শাহজাহান হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি। তিনি টানা চতুর্থ বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই পদে নির্ধারিত ভোটের কম পেয়ে জামানত হারিয়েছেন আওয়ামী লীগ নেতা শাহ সৈয়দ হাবিবউল্লাহ সুচন। এইবার নিয়ে সৈয়দ মোঃ শাহজাহান চতুর্থ বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন।
১৯৯০ সালে তিনি প্রথমবারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০১৪, ২০১৯ সালে পুনরায় নির্বাচিত হন উপজেলা চেয়ারম্যান। বই প্রতীকে ২৮ হাজার ৬’শত ৭৮ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ এরশাদ আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল আজিজ চশমা মার্কা প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ১’শ ৬৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলাই মেশিন প্রতীকে ৫০ হাজার ২’শত ৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোছাঃ আছমা আক্তার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাতেমা তুজ জোহরা (রীনা) পেয়েছেন ১৮ হাজার ২’শত ৩০ ভোট। একই পদে জামানত হারিয়েছেন আসাদুজ্জামান এবং মোঃ সুলাইমান নামে আরও দুই প্রার্থী