সারাদেশ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জনমত জরিপে এগিয়ে কলস মার্কার পদপ্রার্থী

  দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি ৫ জুন ২০২৪ , ১১:৪৪:৩৪ প্রিন্ট সংস্করণ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জনমত জরিপে এগিয়ে কলস মার্কার পদপ্রার্থী
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জনমত জরিপে এগিয়ে কলস মার্কার পদপ্রার্থী

পটুয়াখালীর দুমকি উপজেলার সাধারন ভোটারদের নিয়ে একটি জরিপে দেখা গেছে,
দুমকি উপজেলা নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কলস মার্কার পদপ্রার্থী, দুমকি উপজেলা উন্নয়নের রূপকার সৈয়দা রেজওয়ানা হিমেল জনমত জরিপে অন্যান প্রার্থীদের তুলনায় অনেক এগিয়ে।

দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কলস মার্কায় প্রার্থী সৈয়দা রেজওয়ানা হিমেল ভোটারদের উদ্দেশে বলেছেন, প্রিয় পাংগাশিয়া, লেবুখালী, শ্রীরামপুর, আংগারিয়া, মুরাদিয়া
ইউনিয়ন বাসী আমার একান্ত আপনজন।

আমি তাদের ভালো মন্দে বিগত দিনে যেভাবে পাশে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে ও থাকবো। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী ৯ জুন ২০২৪ কলস মার্কায় ভোট দিন। আপনাদের সেবা করার সুযোগ করে দিন।
পাংগাশিয়া, লেবুখালী, শ্রীরামপুর, আংগারিয়া, মুরাদিয়া
(হিন্দু,মুসলিম) মানুষের প্রতি অনুরোধ থাকবে আগামী ৯ তারিখ আপনারা আপনাদের পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করে কলস মার্কা জয়যুক্ত করবেন।

আরও খবর

                   

সম্পর্কিত