মতামত

ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামলে সরকার ১ ঘন্টাও টিকবে না: দুদু

  প্রতিনিধি ১ জুন ২০২৪ , ৪:০৮:৫৩ প্রিন্ট সংস্করণ

ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামলে সরকার এক ঘন্টাও টিকবে না: দুদু
সংগৃহীত ছবি

ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামলে এই সরকার এক ঘন্টাও টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার ১ জুন ঢাকা রিপোর্টাস ইউনিটিতে খেলাফত মজলিস এর উদ্যোগে জাতীয় সংকট উত্তরণে উপায় শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।দুদু বলেন, লড়াই ছাড়া কোন কিছু অর্জন হয় নাই। আমরা যারা মুসলিম আমাদের ধর্মীয় নেতা হযরত মুহাম্মদ সা: তিনি যা কিছু প্রতিষ্ঠা করেছেন লড়াই করে করেছেন। আমরা যদি ওনার উম্মত হয়ে অনুসারী হই তাহলে ওনার পথ অনুসরণ করা ছাড়া অন্য কোনো পথ নেই।

তিনি বলেন, পাকিস্তান কেন ভাগ হয়েছিল? পাকিস্তান থেকে আবার বাংলাদেশ স্বাধীন হয়েছে।

সাবেক সেনাপ্রধান ও সাবেক পুলিশ প্রধানের যে অবস্থা তাহলে তাদের কর্তার কি অবস্থা। এরা যদি এই মাত্রার দুর্নীতিবাজ হয় তাহলে তাদেরকে যারা নিয়োগ করেছে তারা কোন মাত্রার দুর্নীতিবাজ। ভালো লোক ভালো লোককে নিয়ে আসে আর খারাপ লোক আমার ধারণা খারাপ লোককে নিয়ে আসে। বাংলাদেশ বর্তমানের যে অবস্থা এত খারাপ অবস্থা গত ৫২ বছরে আসেনি।

বিএনপি’র এই নেতা বলেন, রাজনীতির দল গুলোকে যেকোনো এক জায়গায় আসতে হবে। আমার ধারণা একসাথে একবার নামলে এই সরকার এক ঘন্টাও টিকে থাকতে পারবে না। তাই আসেন না যেদিন ডাক আসবে অতীতের মত রাস্তায় নেমে যাবো। বিএনপি, খেলাফত মজলিস বা ছোট বড় দল এগুলো বিবেচনায় আনার দরকার নাই।

আরও খবর

                   

সম্পর্কিত