ফুলবাড়িয়া প্রতিনিধিঃহেলাল উদ্দিন ২৮ মে ২০২৪ , ১২:৪৩:৫৫ প্রিন্ট সংস্করণ
ফুলবাড়িয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামচ্ছুন্নাহার হলের ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক,সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোসলেম উদ্দিন এডভোকেট এর সুুযোগ্য কন্যা, সেলিমা বেগম সালমা ( চিংড়ি মার্কা) রোববার দুপুর২ টায় ফুলবাড়িয়াস্থ নিজস্ব নির্বাচনী কার্যালয়ে স্হানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।
এ সময় সাংবাদিকদের মত বিনিময় কালে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সেলিমা বেগম সালমা বলেন, ফুলবাড়িয়া উপজেলায় যাতে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত
হয় এ ব্যাপারে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। কারণ আপনারা সমাজের দর্পন। তিনি আরও বলেন বাবা”র অসামাপ্ত কাজ সমাপ্ত করতে চাই…।
ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চিংড়ি মাছ প্রতিকের চেয়ারম্যান প্রার্থী, নব্বইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ঢাবি নেত্রী সেলিমা বেগম সালমা বলেন, আমার বাবা ৬বারের এমপি, প্রবীণ রাজনীতিবিদ, আলহাজ্ব এডভোকেট মোঃ মোসলেম উদ্দিন দীর্ঘদিন ক্ষমতায় থেকে ফুলবাড়ীয়ায় অনেক কাজ করেছেন এবং অনেক কাজ বাকী রয়েছে। ফুলবাড়ীয়ার জনগণ আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করলে আমি আমার বাবা’র অসমাপ্ত কাজ সমাপ্ত করতে কাজ করবো।
এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রুহুল আমীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, গোলাম মোস্তফা, উপজেলা কৃষক লীগের আহবায়ক মাসুদ আহমেদ লিটন উপস্থিত ছিলেন ।
মোঃহেলাল উদ্দিন উজ্জ্বল