প্রতিনিধি ২১ মে ২০২৪ , ৫:১৪:১০ প্রিন্ট সংস্করণ
শরীয়তপুরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে ভোট দেওয়ার ভিডিও ধারন করতে গিয়ে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় সাত সাংবাদিক আহত।
সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলার জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের ফরাজী দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।এ ব্যাপারে নির্বাচনের সহকারী রিটার্নি কর্মকর্তা ও জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা বলেন, জেলা প্রশাসকসহ কেন্দ্রটি পরিদর্শন করেছি। আহতরা অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।