প্রতিনিধি ১৩ মে ২০২৪ , ১:৪০:৫৯ প্রিন্ট সংস্করণ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের আত্মীয়-স্বজনদেরও প্রার্থী হতে নিষেধ করেছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সে নির্দেশ উপেক্ষা করে খুলনার রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছেন যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি।
রোববার (১২ মে) রাতে নিজের ফেসবুক পেজে তিনি এ ঘোষণা দেন। নিজের ফেসবুক আইডি’র ঘোষণাপত্রে সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী উল্লেখ করেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মানে বাংলাদেশ আওয়ামী লীগ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পরিচালনার যে অঙ্গীকার রক্ষা করে চলেছে তা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে।রূপসা উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে। যেখানে আমার ভাতিজা নোমান ওসমানী রিচি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে। আমার ভাতিজার অসৎ মানসিকতার কারণে আমি তাকে পরিত্যাগ ঘোষণা করি। আমার সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ডের প্রধান সমন্বয়কারী পদ থেকে তাকে বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় দুই বছর আগে অব্যাহতি প্রদান করি।
ফেসবুক পোস্টের বিষয়ে সালাম মোর্শেদী ঢাকা ট্রিবিউনকে জানান, ওই পেজটি তিনি নিজেই চালান। পোস্টের লেখাগুলো তারই।
তিনি বলেন, “সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি কঠোর। যেকোনো সিদ্ধান্ত আমি ভেবেচিন্তে নিই। ভাতিজা বলে সিদ্ধান্ত নিতে নমনীয় হওয়ার সুযোগ নেই। রাজনীতি আর পরিবার এক করার পক্ষে নই আমি।”