জাতীয়

তৃতীয় ধাপে ১৩০ জনের প্রার্থিতা প্রত্যাহার,বিনা ভোটে জয়ী ৬ জন

  প্রতিনিধি ১৩ মে ২০২৪ , ৯:৩৫:১৬ প্রিন্ট সংস্করণ

তৃতীয় ধাপে ১৩০ জনের প্রার্থিতা প্রত্যাহার,বিনা ভোটে জয়ী ৬ জন
তৃতীয় ধাপে ১৩০ জনের প্রার্থিতা প্রত্যাহার,বিনা ভোটে জয়ী ৬ জন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে ৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে ১৩০ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

রোববার (১২ মে) মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে মাঠে তথ্য একীভূত করে এই সংখ্যা জানান নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

ইসি জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বি না থাকায় ছয় প্রার্থী নির্বাচিত হয়েছেন। তারা হলেন- ভাণ্ডারিয়ার সকল পদ, গোসাইরহাটে ভাইস চেয়ারম্যান ও সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলায় মহিলা ভাইস পদের প্রার্থী। এছাড়া চেয়ারম্যান পদে ৭৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

১ম ধাপে ২৮ জন, ২য় ধাপে ২১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তফসিল অনুযায়ী,নির্বাচন কমিশন এবার চার ধাপে উপজেলা নির্বাচন করছে। দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে ও চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৬ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২২টি, দ্বিতীয় ধাপে ২৪টি, তৃতীয় ধাপে ২১ ও চতুর্থ ধাপে দুটি উপজেলায় ইভিএম এ ভোটগ্রহণ করা হবে।

আরও খবর

                   

সম্পর্কিত