প্রতিনিধি ১১ মে ২০২৪ , ১০:২৪:১৪ প্রিন্ট সংস্করণ
বাম রাজনীতির তাত্ত্বিক ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হায়দার আকবর খান রনো আর নেই। ১১মে দিবাগত রাত ২টা ৫ মিনিটে তিনি মারা যান।
তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি রাজধানীর হেলথ অ্যান্ড হোপ ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন।সংগঠনটির সাধারণ সম্পাদক জানান, সম্ভাব্য আগামী রবিবার হায়দার আকবর খানের শেষকৃত্য হবে। শনিবার সকালে পরিবারের সঙ্গে নেতারা বসে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
জানা যায়,হায়দার আকবর খান রনো তীব্র শ্বাসতন্ত্রীয় অসুখ নিয়ে গত ৬ মে সন্ধ্যায় পান্থপথের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালটির হাই ডিপেন্ডেন্সি ইউনিটে রেখে বিশেষ পদ্ধতিতে অক্সিজেন দেওয়া হচ্ছিল।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নেতা হায়দার আকবর খান রনো তার জীবদ্দশায় একাধিক বই লিখে গেছেন। রনোর জন্ম ১৯৪২ সালের ৩১ আগস্ট অবিভক্ত ভারতের কলকাতায়। তার পৈতৃক নিবাস নড়াইলের বরাশুলা গ্রামে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঙ্গে দীর্ঘদিন থাকলেও ২০১০ সালে মতভিন্নতার কারণে দলটি ছেড়ে সিপিবিতে যোগ দেন হায়দার আকবর খান। ২০১২ সালে তাকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়। এরপর সিপিবির উপদেষ্টা নির্বাচিত হন হায়দার আকবর খান রনো।