অনলাইন প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৪ , ১:২৮:০৪ প্রিন্ট সংস্করণ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) ও দেশের চলচ্চিত্রশিল্পকে স্বনির্ভর করতে কাজ করছে সরকার। বুধবার বিকেলে এফডিসিতে জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘আমি মনে করি, কোনো শিল্পেরই ভর্তুকির ওপর নির্ভর করা উচিত নয়। কারণ, ভর্তুকি উপভোগকারী শিল্প সব সময় সরকারের ওপর নির্ভর করে। তাই আমরা এমন পরিবেশ তৈরি করতে চাই যাতে এফডিসি ও আমাদের চলচ্চিত্র শিল্প স্বনির্ভর হতে পারে।’
আন্তর্জাতিক অঙ্গনে যেকোনো দেশকে মর্যাদার সঙ্গে তুলে ধরার জন্য চলচ্চিত্রের চেয়ে শক্তিশালী মাধ্যম আর নেই উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যদি আমাদের দেশকে সিনেমার মাধ্যমে বিশ্বের সামনে মর্যাদার সঙ্গে তুলে ধরতে চাই, তা হলে মানসম চলচ্চিত্র নির্মাণ করতে হবে।’
মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণের জন্য অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, ‘এমন পরিবেশ তৈরিতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে আমাকে চলচ্চিত্র বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছেন। তিনি জেলা পর্যায়ে সিনেপ্লেক্স স্থাপনের নির্দেশনা দিয়েছেন, যা স্বনির্ভর হতে সক্ষমতা অর্জন করবে। দক্ষিণ এশিয়ার চলচ্চিত্রশিল্পে আমাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে হবে। এর বাইরে যাওয়ার চেষ্টা করতে হবে।’
চলচ্চিত্রশিল্পে প্রযুক্তিগত অগ্রগতির কারণে সৃষ্ট চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের চ্যালেঞ্জগুলোকে সৃজনশীল উপায়ে সুযোগে রূপান্তরিত করার বিষয়ে ভাবতে হবে এবং এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে হবে।’
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট নাট্যকার ম হামিদ। এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। এ সময় আরও বক্তব্য দেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান, এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু প্রমুখ।
এর আগে এফডিসি চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় চলচ্চিত্র দিবসের কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। এরপর একটি শোভাযাত্রার নেতৃত্ব দেন তিনি।