সারাদেশ

প্রতীক বরাদ্দের আগেই প্রচারণা,যুবদল নেতাকে নোটিশ

  প্রতিনিধি ১০ মে ২০২৪ , ১০:২৫:২৫ প্রিন্ট সংস্করণ

প্রতীক বরাদ্দের আগেই প্রচারণা,যুবদল নেতাকে নোটিশ
প্রতীক বরাদ্দের আগেই প্রচারণা,যুবদল নেতাকে নোটিশ ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রতীক বরাদ্দের আগেই আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা মো. আল জাবেরের বিরুদ্ধে।

অভিযোগে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করা যুবদল নেতা মো. আল জাবেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবদুল্লাহ আল মামুন তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেন।

আল জাবের বিজয়নগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি। তিনিসহ বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কারণ দর্শানোর নোটিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৪টায় জনসভায় আয়োজন করেন আল জাবের। তিনি এলাকায় মিছিল ও শোডাউন করেছেন। এর সুনির্দিষ্ট প্রমাণ রিটার্নিং কর্মকর্তার কাছে রয়েছে। বিজয়নগরের ইউএনও ও উপজেলা নির্বাচন কর্মকর্তা একাধিকবার ফোন করলেও এবং বিজয়নগর থানা পুলিশ প্রচার কাজ বন্ধ করতে নির্দেশ দিলেও তাৎক্ষণিকভাবে প্রচারণ কাজ বন্ধ করেননি আল জাবের। এটি উপজেলা পরিষদ বিধির পরিপন্থি।

রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে তাকে দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত