প্রচ্ছদ

ভোট চাহিয়া লজ্জা দিবেন না লিখে বাসার গেটে পোস্টার বিএনপির নেতার

  প্রতিনিধি ৯ মে ২০২৪ , ৮:৩৯:৪৪ প্রিন্ট সংস্করণ

ভোট চাহিয়া লজ্জা দিবেন না লিখে বাসার গেটে পোস্টার বিএনপির নেতার
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে বাসার গেটে ভোট চাহিয়া লজ্জা দিবেন না লিফলেট লিখে রেখেছ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ”সামুয়েল আহমেদ লেলিন”।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই গেটের ছবি ভাইরাল হয়েছে।বিএনপি নেতা সামুয়েল আহমেদ লেলিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তার দল সরকারের পাতানো নির্বাচনের ভোট বর্জন করেছে। কিন্তু, বাসায় উপজেলা নির্বাচন উপলক্ষে নিয়মিত বাসায় প্রার্থীদের সমর্থকরা ভিড় জমাচ্ছে।তাই আমি এই পন্থা অবলম্বন করেছি।অচীরে এই সরকারের পতন ঘটানোর জন্য বৃহৎ আন্দোলনের ডাক দেয়া হবে বলেও বলেন এই বিএনপি নেতা।

আরও খবর

                   

সম্পর্কিত