প্রতিনিধি ৮ মে ২০২৪ , ৫:৫২:২৫ প্রিন্ট সংস্করণ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৩০-৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেন, সঠিক সংখ্যা আরও কিছু সময় পর জানা যাবে।১৩৯টি উপজেলা পরিষদে আজ প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা এ পর্যন্ত যে তথ্য পেয়েছি সে অনুযায়ী নির্বাচন অবাধ, নিরপেক্ষ,শান্তিপূর্ণ এবং ভালোভাবেই সম্পন্ন হয়েছে।তবে সেগুলো খুবই সীমিত।
স্থানীয় সরকারের এই নির্বাচন চারটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২১ মে দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায়,২৯ মে তৃতীয় ধাপে ১১০ উপজেলায় এবং ৫ জুন চতুর্থ ধাপে ৫০টির বেশি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।