জাতীয়

যারা আমার বিরোধিতা করবে,তারা আল্লাহ বিরোধী-আ.লীগ নেতা

  প্রতিনিধি ৪ মে ২০২৪ , ৫:১৭:১৫ প্রিন্ট সংস্করণ

যারা আমার বিরোধিতা করবে,তারা আল্লাহ বিরোধী-আ.লীগ নেতা
ছবিঃ সংগৃহীত

‘যারা আমার বিরোধিতা করবে, তারা আল্লাহ বিরোধী’, আ.লীগ নেতার ভিডিও ভাইরাল

কুষ্টিয়ার খোকসা উপজেলা চেয়ারম্যান পদে ছোট ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচারণায় গিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান বলেছেন, ‘যারা আমার বিরোধিতা করবে, তারা আল্লাহ বিরোধী।

বুধবার সন্ধ্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের গোসাইডাঙ্গি গ্রামে ছোট ভাই রহিম উদ্দিন খানের নির্বাচনী পথসভায় এ বক্তব্য দেন তিনি।ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কুষ্টিয়া জেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন সদর উদ্দিন খান। বক্তব্যের ভিডিওটি ২ মিনিট ১৮ সেকেন্ডের।

তার এই বক্তব্যের পর থেকেই উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরাসহ সাধারণ ভোটাররা ক্ষোভ প্রকাশ করছেন। 

জানা যায়, এই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে তিনজন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান বাবুল আখতার, সিনিয়র সহসভাপতি রহিম উদ্দিন খান ও যুগ্ম সম্পাদক আল মাছুম মোর্শেদ।  

এদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার মোটরসাইকেল প্রতীকে লড়ছেন, সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম খান দোয়াত কলম প্রতীকে ও যুগ্ম সম্পাদক আল মাসুম মোর্শেদ ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন।

আরও খবর

                   

সম্পর্কিত