অনলাইন ডেস্ক ৮ আগস্ট ২০২৪ , ৭:৪৭:১৯ প্রিন্ট সংস্করণ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) ১০০তম সিন্ডিকেট সভা শেষে বিষয়টি সাংবাদিকদের জানান উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির।
এর আগে ২০০৭ সালে কুবির প্রথম সিন্ডিকেট সভাতেই শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসকে রাজনৈতিক দল ও লেজুড়ভিত্তিক ছাত্র রাজনীতি মুক্ত রাখার সিদ্ধান্ত হয়েছিল। আজ বৃহস্পতিবার সিন্ডিকেটের ১০০তম (জরুরী) সভায় ওই সিদ্ধান্তের আলোকে ক্যাম্পাসে সব রাজনৈতিক দলের সহযোগী/ অঙ্গ/ ভাতৃপ্রতীম সংগঠন প্রকাশ্যে বা অপ্রকাশ্যভাবে রাজনৈতিক কার্যক্রম করতে পারবে না– এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।