রাজনীতি

নতুন নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানালেন ড. ইউনূস

  অনলাইন ডেস্ক ৭ আগস্ট ২০২৪ , ৮:৩৮:২২ প্রিন্ট সংস্করণ

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত নোবেল জয়ী ড. ইউনূসকে আগামী ২৩ মে পর্যন্ত জামিন দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।মঙ্গলবার
ছবি : সংগৃহীত

দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও নতুন নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এর আগে ছাত্র-জনতার আন্দোলনের মুখে এ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকস্মিকভাবে ক্ষমতাচ্যুত হলে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারকে নেতৃত্ব দিতে সম্মত হন।

যুক্তরাজ্যের‍ প্রভাবশালী পত্রিকা ফিন্যান্সিয়াল টাইমসকে ড. মুহাম্মদ ইউনূস তার এ আহ্বানের কথা জানান।

১৫ বছরের কিছু বেশি সময় দেশ পরিচালনার পর তীব্র গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করে প্রতিবেশী দেশ ভারতে চলে যান। ইতিমধ্যে, দেশজুড়ে সহিংসতার ঘটনায় তিন শতাধিক মানুষ নিহত হন। সপ্তাহব্যাপী এ সহিংসতা গত সোমবারও অব্যাহত ছিল। চলছিল লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগ।

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূস আজ বুধবার বলেছেন, শেখ হাসিনার পদত্যাগের পর হঠাৎ করেই যে ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে রাজি হয়েছেন তিনি।

মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের ওপর দ্রুত আস্থা ফিরিয়ে আনা জরুরি। তিনি আরও বলেন, ‘আমাদের শান্ত হওয়া দরকার, নতুন নির্বাচনের জন্য একটা রূপরেখা দরকার। বাংলাদেশের অসাধারণ সম্ভাবনা পূরণে নতুন নেতৃত্বের জন্য প্রস্তুত হতে আমাদের কাজ করা দরকার।’

আরও খবর

                   

সম্পর্কিত