রাজনীতি

আওয়ামী লীগের দখলে বঙ্গবন্ধু এভিনিউ, পিছু হটলো বিক্ষোভকারীরা

  অনলাইন ডেস্ক ৪ আগস্ট ২০২৪ , ৪:৫৬:০৯ প্রিন্ট সংস্করণ

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানী ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

৪ আগস্ট, রবিবার সকাল থেকে বঙ্গবন্ধু এভিনিউস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হতে শুরু করেন নেতা-কর্মীরা।

বেলা সাড়ে ১১টার দিকে গোলাপ শাহ মাজারের দিক থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে হামলার চেষ্টা করে বিক্ষোভকারীরা। তবে তাদের ধাওয়া দিয়ে সরিয়েছে দিয়েছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। বিক্ষোভকারীদের পিছু হটিয়ে পুরো গুলিস্তান এলাকা নিজেদের দখলে নিয়েছে আওয়ামী লীগ।

আরও খবর

                   

সম্পর্কিত