জাতীয়

খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য : প্রধানমন্ত্রী

  প্রতিনিধি ১ মে ২০২৪ , ৪:৪২:৩৪ প্রিন্ট সংস্করণ

খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য : প্রধানমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,খেটে খাওয়া মানুষের কল্যাণেই সবসময় কাজ করে আওয়ামী লিগ সরকার।

আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই শ্রমিকদের মজুরি বাড়িয়েছে বলেও জানান তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবসে অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শ্রমিকদের পাওয়া মালিকদের যথাযথভাবে পরিশোধ করারও তাগিদ দেন তিনি। আন্দোলনের নামে বিএনপি জামায়াত জোট শ্রমিকদের পুড়িয়ে মেরেছে বলেও অভিযোগ করেন শেখ হাসিনা।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর মে দিবসকে প্রথমে শ্রমিক সংহতি দিবস হিসেবে ঘোষণা দিয়েছিলেন। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিও দিয়েছিলেন।”

আরও খবর

                   

সম্পর্কিত